5. মাবুদ ন্যায় কাজ ও ন্যায়বিচার ভালবাসেন;সারা দুনিয়া জুড়ে আছে তাঁর অটল মহব্বত।
6. মাবুদের কালামে আসমান তৈরী হয়েছে;তার মধ্যেকার সব কিছু তৈরী হয়েছে তাঁর মুখের শ্বাসে।
7. তিনি সমুদ্রের পানি জড়ো করে ঢিবি করেন,আর বিভিন্ন ভাণ্ডারে সেই গভীর পানি রাখেন।
8. দুনিয়ার সব লোক মাবুদকে ভয় করুক,বিশ্বের সবাই তাঁর ভয়ে কাঁপুক;