জবুর 32:1-4 Kitabul Mukkadas (MBCL)

1. ধন্য সেই লোক, যার আল্লাহ্‌র প্রতি বিদ্রোহ মাফ করা হয়েছে,যার গুনাহ্‌ ঢাকা দেওয়া হয়েছে।

2. ধন্য সেই লোক, যার অন্যায় মাবুদ মাফ করেছেনআর যার অন্তরে কোন ছলনা নেই।

3. আমি যখন গুনাহ্‌ স্বীকার করি নিতখন সারা দিন কোঁকাতে কোঁকাতেআমার হাড় ক্ষয় হয়ে যাচ্ছিল;

4. কারণ তখন দিনরাত আমার উপরেতোমার হাতের চাপ ভারী ছিল;গরমকালের গরমে যেমন হয়তেমনি করে আমার গায়ের শক্তি কমে যাচ্ছিল। [সেলা]

জবুর 32