জবুর 31:3-8 Kitabul Mukkadas (MBCL)

3. তুমিই আমার আশ্রয়-পাহাড় ও আমার কেল্লা;তোমার সুনাম রক্ষার জন্য আমাকে তুমি পথ দেখাবেআর চালিয়ে নিয়ে যাবে।

4. আমার জন্য গোপনে পেতে রাখা জাল থেকেতুমি আমাকে উদ্ধার করবে,কারণ তুমিই তো আমার আশ্রয়।

5. আমি তোমার হাতেই আমার রূহ্‌ তুলে দিলাম,কারণ হে আল্লাহ্‌, বিশ্বস্ত মাবুদ,তুমিই আমাকে মুক্ত করেছ।

6. যারা অসার মূর্তিকে ভক্তি করে আমি তাদের ঘৃণা করি;কিন্তু আমি মাবুদের উপর ভরসা করি।

7. তোমার অটল মহব্বত পেয়েছি বলেআমি আনন্দ করব, খুশী হব;কারণ তুমি তো আমার দুঃখ দেখেছ,আর আমার কষ্টের কথা জান।

8. তুমি শত্রুদের হাতে আমাকে আট্‌কে রাখ নি,বরং একটা খোলা জায়গায় আমাকে দাঁড় করিয়েছ।

জবুর 31