জবুর 29:2-8 Kitabul Mukkadas (MBCL)

2. তোমরা মাবুদের গৌরব ঘোষণা কর;তাঁর মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবে তাঁর এবাদত কর।

3. পানির উপরে মাবুদের গলার আওয়াজ শোনা যায়;বাজ পড়ার শব্দে গৌরবময় আল্লাহ্‌ গর্জন করেন;সমস্ত পানির উপরে বাজের শব্দে রয়েছে মাবুদের গর্জন।

4. মাবুদের গলার আওয়াজ কুদরতে পূর্ণ, মহিমায় পূর্ণ সেই আওয়াজ।

5. সেই আওয়াজ এরস গাছও ভেংগে ফেলে;মাবুদ লেবাননের এরস গাছ টুকরা টুকরা করেন।

6. তিনি লেবানন পাহাড়শ্রেণীকে বাছুরের মত নাচান,আর সিরিয়োণ পাহাড়কে নাচান বুনো ষাঁড়ের বাচ্চার মত।

7. মাবুদের গলার আওয়াজে আকাশে বিদ্যুতের ঝলক সৃষ্টি হয়।

8. সেই আওয়াজে মরুভূমি কেঁপে ওঠে;মাবুদ কাদেশের মরুভূমি কাঁপিয়ে তোলেন।

জবুর 29