1. হে ফেরেশতারা, তোমরা মাবুদের গৌরব ঘোষণা কর,ঘোষণা কর মাবুদের গৌরব ও কুদরত।
2. তোমরা মাবুদের গৌরব ঘোষণা কর;তাঁর মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবে তাঁর এবাদত কর।
3. পানির উপরে মাবুদের গলার আওয়াজ শোনা যায়;বাজ পড়ার শব্দে গৌরবময় আল্লাহ্ গর্জন করেন;সমস্ত পানির উপরে বাজের শব্দে রয়েছে মাবুদের গর্জন।