জবুর 27:5-8 Kitabul Mukkadas (MBCL)

5. কারণ বিপদের দিনে তাঁর সেই আশ্রয়েতিনি আমাকে নিরাপদে রাখবেন,তাঁর সেই তাম্বুতে আমাকে লুকিয়ে রাখবেন,আর পাহাড়ের উপরে আমাকে তুলে রাখবেন।

6. যে সব শত্রুরা আমাকে ঘিরে ধরেছেতাদের চেয়ে তখন আমার সম্মান বাড়বে;আমি তাঁর ঘরে আনন্দে চিৎকার করতে করতেবিভিন্ন কোরবানী দেব;আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইবআর তাঁর প্রশংসা-কাওয়ালী গাইব।

7. হে মাবুদ, আমি ডাকলে তুমি শুনো,আমার প্রতি রহমত কোরো,আমার ডাকে সাড়া দিয়ো।

8. আমার অন্তর তোমার এই কথাই বলছে,“তোমরা আমাকে ডাক।”হে মাবুদ, তাই আমি তোমাকে ডাকব।

জবুর 27