16. আমার দিকে ফেরো আর আমার প্রতি রহমত কর,কারণ আমি একা আর দুঃখী।
17. আমার দিলের যাতনা বেড়ে গেছে;আমার সব কষ্ট থেকে আমাকে রক্ষা কর।
18. চেয়ে দেখ আমার দুঃখ ও কষ্টের দিকে;আমার সমস্ত গুনাহ্ তুমি মাফ কর।
19. দেখ, আমার শত্রুর সংখ্যা কত;তারা আমাকে কি ভীষণ ঘৃণা করে।