জবুর 25:13-15 Kitabul Mukkadas (MBCL)

13. সে উন্নতির মধ্যে তার জীবন কাটাবে,আর তার বংশধরেরা দেশের অধিকার পাবে।

14. মাবুদকে যারা ভয় করেতাদের কাছেই তিনি তাঁর গোপন উদ্দেশ্য প্রকাশ করেন,আর তাঁর স্থাপন করা ব্যবস্থা তিনি তাদেরই জানান।

15. আমার চোখ সব সময় মাবুদের দিকে আছে,কারণ শিকারীর জাল থেকে তিনিই আমার পা মুক্ত করবেন।

জবুর 25