জবুর 22:14-21 Kitabul Mukkadas (MBCL)

14. আমাকে পানির মত করে ঢেলে ফেলা হয়েছে,আমার সমস্ত হাড়ের জোড়া খুলে গেছে,আমার অন্তর মোমের মত হয়েআমার ভিতরে গলে গলে পড়ছে।

15. মাটির পাত্রের শুকনা টুকরার মতআমার শক্তি শুকিয়ে এসেছে,আর আমার জিভ্‌ তালুতে লেগে যাচ্ছে;তুমি আমাকে কবরে শুইয়ে রেখেছ।

16. আমার চারপাশে একদল দুষ্ট লোককুকুরের মত করে আমাকে ঘিরে ধরেছে;তারা আমার হাত ও পা বিঁধেছে।

17. আমার হাড়গুলো আমি গুণতে পারি;সেই লোকেরা আমাকে হাঁ করে দেখছেআর আমার দিকে তাকিয়ে আছে।

18. নিজেদের মধ্যে তারা আমার কাপড়-চোপড় ভাগ করছেআর আমার কোর্তার জন্য গুলিবাঁট করছে।

19. কিন্তু তুমি, হে মাবুদ, দূরে থেকো না;হে আমার শক্তি,আমাকে সাহায্য করার জন্য তাড়াতাড়ি এগিয়ে এস।

20. তলোয়ারের মুখ থেকে আমার প্রাণ,ঐ সব কুকুরদের থাবা থেকে আমার বহুমূল্য জীবন তুমি রক্ষা কর।

21. ঐ সব সিংহের মুখ থেকে তুমি আমাকে উদ্ধার কর।তুমি ঐ সব বুনো ষাঁড়ের শিংয়ের হাত থেকেআমাকে রক্ষা করলে।

জবুর 22