জবুর 18:5-10 Kitabul Mukkadas (MBCL)

5. কবরের দড়িতে আমি বাঁধা পড়েছিলাম,আমার জন্য পাতা হয়েছিল মৃত্যুর ফাঁদ।

6. আমি এই বিপদে আমার মাবুদ আল্লাহ্‌কে ডাকলামএবং সাহায্যের জন্য তাঁর কাছে ফরিয়াদ জানালাম।তাঁর বাসস্থান থেকে তিনি আমার গলার আওয়াজ শুনলেন;আমার ফরিয়াদ তাঁর কাছে পৌঁছাল আর তাঁর কানে গেল।

7. তখন দুনিয়া কেঁপে উঠল আর টলতে লাগল,কেঁপে উঠল সব পাহাড়ের ভিত্তি;তাঁর রাগে সেগুলো কাঁপতে থাকল।

8. তাঁর নাক থেকে ধোঁয়া উপরে উঠল,তাঁর মুখ থেকে ধ্বংসকারী আগুন বেরিয়ে আসল,তাঁর মুখের আগুনে কয়লা জ্বলে উঠল।

9. তিনি আকাশে নুইয়ে নেমে আসলেন;তাঁর পায়ের নীচে ছিল ঘন কালো মেঘ।

10. তিনি কারুবীতে চড়ে উড়ে আসলেন,উড়ে আসলেন বাতাসের ডানায় ভর করে।

জবুর 18