জবুর 147:10-12 Kitabul Mukkadas (MBCL)

10. ঘোড়ার শক্তিতে তিনি সন্তুষ্ট হন না,যোদ্ধার পায়ের শক্তিতেও তাঁর আনন্দ নেই;

11. কিন্তু যারা তাঁকে ভয় করেআর তাঁর অটল মহব্বতের উপর আশা রাখে,তাদের নিয়েই মাবুদের যত আনন্দ।

12. হে জেরুজালেম, মাবুদের গুণগান কর;হে সিয়োন, তোমার আল্লাহ্‌র প্রশংসা কর।

জবুর 147