জবুর 144:1-2 Kitabul Mukkadas (MBCL)

1. মাবুদের প্রশংসা হোক, তিনি আমার আশ্রয়-পাহাড়;তিনি আমার হাতকে যুদ্ধ করতে শিখিয়েছেন,আমার আংগুলগুলোকে শিখিয়েছেন লড়াই করতে।

2. তিনিই আমার বিশ্বস্ত সাহায্যকারী, আমার কেল্লা,আমার উঁচু আশ্রয়স্থান ও উদ্ধারকর্তা;তিনিই আমার ঢাল, আমি তাঁর মধ্যে আশ্রয় নিই;তিনিই আমার লোকদের আমার অধীনে আনেন।

জবুর 144