জবুর 141:1-3 Kitabul Mukkadas (MBCL)

1. হে মাবুদ, আমি তোমাকে ডাকছি,তুমি তাড়াতাড়ি আমার কাছে এস;আমি ডাকলে তুমি আমার ডাকে কান দিয়ো।

2. আমার মুনাজাত যেন খোশবু ধূপের মত,আমার হাত উঠানো যেন সন্ধ্যাবেলার কোরবানীর মততোমার সামনে উপস্থিত হয়।

3. হে মাবুদ, আমার মুখের উপর তুমি পাহারা বসাও,আমার ঠোঁটের দরজা তুমি চৌকি দাও।

জবুর 141