জবুর 139:8-13 Kitabul Mukkadas (MBCL)

8. যদি আসমানে গিয়ে উঠি, সেখানে তুমি;যদি কবরে আমার বিছানা পাতি, সেখানেও তুমি;

9. যদি ভোরের পাখায় ভর করে উঠে আসি,যদি ভূমধ্যসাগরের ওপারে গিয়ে বাস করি,

10. সেখানেও তোমার হাত আমাকে পরিচালনা করবে,তোমার ডান হাত আমাকে শক্ত করে ধরে রাখবে।

11. যদি আমি বলি, “অন্ধকার আমাকে ঢেকে ফেলবে,আর আমার চারপাশে যে আলো আছেতা অন্ধকার হয়ে যাবে,”তবুও তাতে কোন লাভ হবে না;

12. কারণ সেই অন্ধকার তো তোমার কাছে অন্ধকার নয়।রাত দিনের মতই আলোময়;তোমার কাছে অন্ধকার আর আলো দুই-ই সমান।

13. তুমিই আমার অন্তর সৃষ্টি করেছ;মায়ের গর্ভে তুমিই আমার শরীরের অংশগুলো একসংগে বুনেছ।

জবুর 139