জবুর 129:1-3 Kitabul Mukkadas (MBCL)

1. ইসরাইল বলুক, “আমার ছেলেবেলা থেকেলোকে আমাকে অনেক জুলুম করেছে।

2. যদিও আমার ছেলেবেলা থেকেতারা আমাকে অনেক জুলুম করেছে,তবুও তারা আমার উপর জয়ী হতে পারে নি।

3. চাষীদের মত করে তারা আমার পিঠ চষে ফেলেছে,তারা লম্বা করে খাঁজ কেটেছে;

জবুর 129