জবুর 124:1-5 Kitabul Mukkadas (MBCL)

1. ইসরাইল বলুক, “যদি মাবুদ আমাদের পক্ষে না থাকতেন,

2. লোকে যখন আমাদের হামলা করেছিল,তখন যদি মাবুদ আমাদের পক্ষে না থাকতেন,

3. তাহলে ওরা আমাদের বিরুদ্ধে রাগে জ্বলে উঠেআমাদের জীবিতই গিলে ফেলত,

4. বন্যা আমাদের ডুবিয়ে দিত,ভীষণ স্রোত আমাদের উপর দিয়ে বয়ে যেত,

5. ফুলে-ফেঁপে ওঠা পানি বয়ে যেত আমাদের উপর দিয়ে।”

জবুর 124