5. সেখানেই আছে বিচারের সব সিংহাসন,দাউদের বংশের লোকদের বিচারের সিংহাসন।
6. তোমরা জেরুজালেমের শান্তির জন্য এই মুনাজাত কর,“যারা জেরুজালেমকে ভালবাসে তাদের উন্নতি হোক।
7. তার চারপাশের দেয়ালের ভিতরে শান্তি থাকুক,আর তার রাজবাড়ীর দালান্তকোঠার মধ্যে থাকুক নিরাপত্তা।”
8. আমার ভাই-বন্ধুদের ভালোর জন্যই আমি বলব,“জেরুজালেমের মধ্যে শান্তি থাকুক।”