জবুর 119:87-95 Kitabul Mukkadas (MBCL)

87. দুনিয়া থেকে তারা আমাকে প্রায় মুছে ফেলেছিল,কিন্তু তোমার নিয়ম-কানুন আমি ত্যাগ করি নি।

88. তোমার অটল মহব্বতে তুমি আমাকে নতুন শক্তি দাও,যাতে তোমার মুখের কালাম আমি পালন করতে পারি।

89. হে মাবুদ, তোমার কালাম বেহেশতে চিরকাল স্থির আছে।

90. বংশের পর বংশ ধরে তোমার বিশ্বস্ততা বয়ে চলেছে;তুমি দুনিয়া স্থাপন করেছ, আর তা স্থির রয়েছে।

91. তোমার শরীয়ত অনুসারে আজও সব কিছু স্থির আছে,কারণ সেগুলো তোমার অধীনে রয়েছে।

92. তোমার সব নির্দেশে যদি আমি আনন্দ না পেতাম,তবে আমার কষ্টে আমি ধ্বংস হয়ে যেতাম।

93. তোমার নিয়ম-কানুন আমি কখনও ভুলে যাব না,কারণ তার দ্বারাই তো তুমি আমাকে নতুন শক্তি দান করেছ।

94. আমাকে রক্ষা কর, কারণ আমি তোমারই;তোমার নিয়ম-কানুনের দিকে আমি মনোযোগ দিয়েছি।

95. দুষ্টেরা আমাকে ধ্বংস করার জন্য অপেক্ষা করছে,কিন্তু তোমার কালাম নিয়ে আমি গভীরভাবে চিন্তা করব।

জবুর 119