52. হে মাবুদ, অনেক কাল আগে দেওয়াতোমার শরীয়তের কথা আমি মনে করিআর নিজেকে সান্ত্বনা দিই।
53. দুষ্ট লোকদের দুষ্টতা দেখে ভীষণ রাগ আমাকে পেয়ে বসেছে;তারা তো তোমার নির্দেশ ত্যাগ করেছে।
54. আমি যতদিন এই দুনিয়ার বাসিন্দা হয়ে আছিততদিন তোমার নিয়মগুলোই হবে আমার কাওয়ালীর বিষয়।
55. হে মাবুদ, আমি তোমার নির্দেশ মেনে চলি,আর রাতে তোমার কথা মনে করি।এটাই আমার অভ্যাস যে,
56. আমি তোমার নিয়ম-কানুন মেনে চলি।
57. হে মাবুদ, তুমি আমার সম্পত্তি;আমি তোমার কথা মেনে চলার জন্য ওয়াদা করেছি।