জবুর 118:1-8 Kitabul Mukkadas (MBCL)

1. মাবুদকে শুকরিয়া জানাও, কারণ তিনি মেহেরবান;তাঁর অটল মহব্বত চিরকাল স্থায়ী।

2. বনি-ইসরাইলরা বলুক, “তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।”

3. হারুনের বংশ বলুক, “তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।”

4. মাবুদের ভক্তেরা বলুক, “তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।”

5. আমি বিপদে পড়ে মাবুদকে ডাকলাম;তিনি আমার ডাকে সাড়া দিয়ে একটা খোলা জায়গায়আমাকে বের করে আনলেন।

6. মাবুদ আমার পক্ষে আছেন, আমি ভয় করব না;মানুষ আমার কি করতে পারে?

7. আমার সাহায্যকারী হিসাবে মাবুদ আমার পক্ষে আছেন,তাই আমার শত্রুদের পরাজয় আমি দেখতে পাব।

8. মানুষের উপরে নির্ভর করার চেয়েমাবুদের মধ্যে আশ্রয় নেওয়া ভাল।

জবুর 118