13. তিনি বিপদ থেকে আমাকে উদ্ধার করেছেন,সেজন্য ঢালন-কোরবানীর পেয়ালা আমি তুলে ধরবআর তাঁর গৌরব ঘোষণা করব।
14. মাবুদের কাছে আমি যে সব মানত করেছিতাঁর সব বান্দাদের সামনেই আমি তা পূর্ণ করব।
15. মাবুদের কাছে তাঁর ভক্তদের মৃত্যুর মূল্য অনেক বেশী।
16. হে মাবুদ, সত্যিই আমি তোমার গোলাম,তোমারই গোলাম, তোমার বাঁদীর ছেলে;তুমিই আমার বাঁধন খুলে দিয়েছ।