জবুর 111:7-9 Kitabul Mukkadas (MBCL)

7. তাঁর সব কাজে তিনি বিশ্বস্ত ও ন্যায়ে পূর্ণ;তাঁর সমস্ত নিয়ম বিশ্বাসযোগ্য।

8. সেই নিয়মগুলো চিরকাল স্থায়ী;তা বিশ্বস্ততা ও সততার সংগে স্থাপন করা হয়েছে।

9. তাঁর বান্দাদের জন্য তিনি মুক্তির বন্দোবস্ত করেছেন;তিনি হুকুম দিয়ে চিরকালের জন্য তাঁর ব্যবস্থা স্থাপন করেছেন।তিনি পবিত্র; তিনি ভয় জাগান।

জবুর 111