জবুর 109:12-15 Kitabul Mukkadas (MBCL)

12. তাদের প্রতি দয়া করতে পারে এমন কেউ না থাকুক;তাদের এতিম ছেলেমেয়েদের প্রতি কেউ মমতা না করুক।

13. তাদের বংশধরদের মেরে ফেলা হোক;তাদের সন্তানদের নাম মুছে ফেলা হোক।

14. তাদের পূর্বপুরুষদের অন্যায়ের কথা মাবুদের মনে থাকুক;তাদের মায়েদের গুনাহ্‌ মুছে ফেলা না হোক।

15. সব সময় সেগুলো মাবুদের সামনে থাকুক,যাতে তিনি দুনিয়া থেকে তাদের স্মৃতি মুছে ফেলতে পারেন।

জবুর 109