জবুর 107:25-32 Kitabul Mukkadas (MBCL)

25. একবার তাঁর কথায় ভীষণ ঝড় হল,তাতে বড় বড় ঢেউ উঠল।

26. ফলে নাবিকেরা উঠল আসমান পর্যন্ত আর নামল পানির তলায়;বিপদে পড়ে ভয়ে তাদের প্রাণ উড়ে গেল।

27. মাতালের মত তারা হেলেদুলে ঢলে পড়ল;তারা বুদ্ধিহারা হয়ে গেল।

28. বিপদে পড়ে তারা মাবুদের কাছে ফরিয়াদ জানাল,এতে কষ্ট থেকে তিনি তাদের বের করে আনলেন।

29. তিনি ঝড় থামিয়ে দিলেন,তাতে সমুদ্রের ঢেউ শান্ত হয়ে গেল।

30. সমুদ্র শান্ত হয়ে গেলে তারা খুশী হল;যে বন্দরে তারা যেতে চেয়েছিলসেখানেই তিনি তাদের নিয়ে গেলেন।

31. মানুষের প্রতি মাবুদের কুদরতি কাজের জন্যআর তাঁর অটল মহব্বতের জন্য তারা তাঁর শুকরিয়া আদায় করুক।

32. সমাজের মধ্যে তারা তাঁর প্রশংসা করুক,বৃদ্ধ নেতাদের সভায় তাঁর গুণগান করুক।

জবুর 107