জবুর 107:21-25 Kitabul Mukkadas (MBCL)

21. মানুষের প্রতি মাবুদের কুদরতি কাজের জন্যআর তাঁর অটল মহব্বতের জন্য তারা তাঁর শুকরিয়া আদায় করুক।

22. তারা কৃতজ্ঞতা-কোরবানী দিক,আনন্দ-কাওয়ালীর মধ্য দিয়ে তাঁর সব কাজের কথা বলুক।

23. যারা জাহাজে করে সাগরে যায়আর মহাসমুদ্রের মধ্যে ব্যবসা করে,

24. তারাই মাবুদের কাজ দেখেছে,গভীর পানিতে দেখেছে তাঁর অলৌকিক চিহ্ন।

25. একবার তাঁর কথায় ভীষণ ঝড় হল,তাতে বড় বড় ঢেউ উঠল।

জবুর 107