10. তারা অন্ধকারে, ঘন অন্ধকারের মধ্যে বসে ছিল,সেই বন্দীরা দুঃখে ও লোহার শিকলে কষ্ট পাচ্ছিল;
11. কারণ তারা আল্লাহ্র কালামের বিরুদ্ধে বিদ্রোহ করত,আল্লাহ্তা’লার পরামর্শ তারা তুচ্ছ করত।
12. তাই তিনি কঠিন পরিশ্রম দিয়ে তাদের অহংকার ভেংগে দিলেন;তারা উচোট খেল, সাহায্যকারী কেউ ছিল না।
13. বিপদে পড়ে তারা মাবুদের কাছে ফরিয়াদ জানাল,এতে কষ্ট থেকে তিনি তাদের রক্ষা করলেন।
14. অন্ধকার, ঘন অন্ধকার থেকে তিনি তাদের বের করে আনলেন;তিনি তাদের শিকল ভেংগে দিলেন।