জবুর 106:5-10 Kitabul Mukkadas (MBCL)

5. এতে যেন আমি তোমার বাছাই করা বান্দাদের উন্নতি দেখতে পাই,তোমার জাতির আনন্দে আনন্দিত হতে পারি,আর যারা তোমার সম্পত্তিতার অংশ হিসাবে গর্ব করতে পারি।

6. আমাদের পূর্বপুরুষদের মত আমরাও গুনাহ্‌ করেছি;আমরা অন্যায় করেছি, খারাপভাবে চলেছি।

7. মিসরে থাকার সময়ে আমাদের পূর্বপুরুষেরাতোমার অলৌকিক চিহ্ন দেখে কিছুই বোঝে নি;তারা তোমার সীমাহীন অটল মহব্বতের কথাও মনে রাখে নি;তারা সাগরের ধারে, লোহিত সাগরের ধারে বিদ্রোহ করেছিল।

8. তবুও তিনি তাঁর সুনাম রক্ষার জন্য,তাঁর মহাশক্তি প্রকাশের জন্য তাদের উদ্ধার করেছিলেন।

9. তাঁর হুকুমে লোহিত সাগর শুকিয়ে গেল;তিনি মরুভূমির মধ্য দিয়ে যাওয়ার মত করেগভীর সাগরের মধ্য দিয়ে তাদের নিয়ে গেলেন।

10. তিনি ঘৃণাকারীদের হাত থেকে তাদের রক্ষা করলেন;শত্রুদের হাত থেকে তাদের মুক্ত করলেন।

জবুর 106