33. তারা আল্লাহ্র রূহের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল,তাতে মূসার মুখ থেকে এমন সব কথা বেরিয়ে এসেছিলযা বলা তাঁর উচিত ছিল না।
34. আল্লাহ্র হুকুমের অবাধ্য হয়েতারা অন্যান্য জাতিদের ধ্বংস করল না,
35. বরং সেই সব জাতির সংগে তারা নিজেদের মিশিয়ে দিলআর তাদের আচার-ব্যবহার গ্রহণ করল।
36. তাদের মূর্তিগুলোকে তারা পূজা করলআর সেগুলোই তাদের ফাঁদ হল।
37. এমন কি, ভূতদের উদ্দেশেতাদের ছেলে ও মেয়েদের তারা বলি দিল।