জবুর 105:4-12 Kitabul Mukkadas (MBCL)

4. মাবুদ ও তাঁর কুদরতকে বুঝতে চেষ্টা কর;সব সময় তাঁর সংগে যোগাযোগ রাখতে আগ্রহী হও।

7. তিনিই আমাদের মাবুদ আল্লাহ্‌;গোটা দুনিয়া তাঁরই শাসনে চলছে।

8. যে কালামের নির্দেশ তিনি দিয়েছিলেন হাজার হাজার বংশের জন্য,তাঁর সেই ব্যবস্থার কথা তিনি চিরকাল মনে রাখবেন।

9. সেই ব্যবস্থা তিনি ইব্রাহিমের জন্য স্থাপন করেছিলেনআর ইসহাকের কাছে কসম খেয়েছিলেন।

10. তিনি তাঁর ব্যবস্থা ইয়াকুবের কাছে নিয়ম হিসাবেআর ইসরাইলের কাছে চিরস্থায়ী ব্যবস্থা হিসাবেঘোষণা করেছিলেন।

11. তিনি বলেছিলেন, “আমি তোমাকে কেনান দেশটা দেব,সেটাই হবে তোমার পাওনা সম্পত্তি।”

12. তাদের সংখ্যা যখন কম ছিল, খুবই কম ছিল,আর তারা সেখানে বিদেশী ছিল,

জবুর 105