জবুর 105:37-44 Kitabul Mukkadas (MBCL)

37. তিনি সোনা-রূপা সহ বনি-ইসরাইলদের বের করে আনলেন;তাদের গোষ্ঠীগুলোর মধ্যে কেউ ক্লান্ত হয়ে পড়ে নি।

38. তাদের চলে যাওয়া দেখে মিসরীয়রা খুশী হয়েছিল,কারণ তারা বনি-ইসরাইলদের ভীষণ ভয় করত।

39. তাদের আড়াল করার জন্য তিনি তাঁর সেই মেঘটি মেলে দিলেন,আর রাতে আলো দেবার জন্য দিলেন আগুন।

40. তারা খাবার চেয়েছিল বলে তিনি তাদের ভারুই পাখী এনে দিলেন;বেহেশত থেকে রুটি দিয়ে তাদের তৃপ্ত করলেন।

41. তিনি পাথর খুলে দিলেন, তাতে পানি বেরিয়ে আসল;শুকনা জায়গার মধ্য দিয়ে তা নদীর মত বয়ে গেল।

42. তাঁর গোলাম ইব্রাহিমের কাছে তিনি যে পবিত্র ওয়াদা করেছিলেনতা তিনি মনে করলেন।

43. আনন্দ ও আনন্দ-গানের সংগেতাঁর বাছাই করা বান্দাদের তিনি বের করে আনলেন।

44. তিনি অন্যান্য জাতির দেশ বনি-ইসরাইলদের দিলেনআর সেই সব জাতির পরিশ্রমের ফলতাঁর বান্দাদের নিতে দিলেন,

জবুর 105