জবুর 105:28-31 Kitabul Mukkadas (MBCL)

28. তিনি অন্ধকার পাঠালেন, তাতে অন্ধকার হল;তাঁর কালামের বিরুদ্ধে তারা বিদ্রোহ করল না।

29. তাদের পানি তিনি রক্ত করে দিলেন,তাতে সব মাছ মরে গেল।

30. দেশ ব্যাঙে কিল্‌বিল্‌ করতে লাগল;এমন কি, তাদের বাদশাহ্‌র ঘরে গিয়েও সেগুলো ঢুকল।

31. তাঁর কথায় ঝাঁকে ঝাঁকে পোকা আসল,তাদের দেশ মশাতে ছেয়ে গেল।

জবুর 105