জবুর 102:4-7 Kitabul Mukkadas (MBCL)

4. রোদের তেজে শুকিয়ে যাওয়া ঘাসের মতআমার অন্তর শুকিয়ে গেছে;আমি খেতেও ভুলে যাই।

5. জোরে কোঁকাতে কোঁকাতে আমার শরীরেহাড়-চামড়া ছাড়া আর কিছু নেই।

6. আমি মরু-পেঁচার মত হয়েছি,হয়েছি পোড়ো বাড়ীর পেঁচা।

7. আমি ঘুমাতে পারি না;আমি যেন ছাদের উপরে সংগীহীন পাখী।

জবুর 102