গুনাহ্-স্বভাবকে খুশী করবার বীজ বুনলে তা থেকে ধ্বংসের ফসল আসবে। কিন্তু পাক-রূহ্কে খুশী করবার বীজ বুনলে তা থেকে অনন্ত জীবনের ফসল আসবে।