6. অনাতের ছেলে শম্গর আর যায়েলের সময়েসদর রাস্তা ছেড়ে পথিকেরা ঘুর পথে চলত।
7. তখন বনি-ইসরাইলদের গ্রামে কেউ বাস করত না;যতদিন না আমি দবোরা বনি-ইসরাইলদের মায়ের মত হলাম,ততদিন তাদের গ্রামগুলো জনশূন্য ছিল।
8. তারা যখন নতুন দেব-দেবীর দিকে মন দিলতখন তাদের শহর-দরজার কাছে যুদ্ধ হল।চল্লিশ হাজার ইসরাইলীয়দের হাতেএকটা ঢালও ছিল না, একটা বর্শাও ছিল না।
9. আমার মন চলে গেল ইসরাইলের সেই সব নেতাদের কাছেযারা নিজের ইচ্ছায় যুদ্ধ করতে গেল;আলহামদুলিল্লাহ্!
10. তোমরা যারা সাদা গাধীর উপর চড়েআর কম্বলের গদির উপর বসে রাস্তা দিয়ে যাচ্ছ,তোমরা এই সব বিষয় নিয়ে কাওয়ালী গাও।
11. শোন, পানি তুলবার জায়গায় লোকেরা বলাবলি করছে;তারা ইসরাইলের গ্রামের লোকদের জন্যমাবুদের উদ্ধার-কাজের কথা বলছে।এসব শুনে মাবুদের বান্দারাশহরের দরজাগুলোর কাছে গেল।