কাজীগণ 5:5-7 Kitabul Mukkadas (MBCL)

5. তখন মাবুদের সামনে পাহাড়-পর্বত কেঁপে উঠল,ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র সামনেতুর পাহাড় কেঁপে উঠল।

6. অনাতের ছেলে শম্‌গর আর যায়েলের সময়েসদর রাস্তা ছেড়ে পথিকেরা ঘুর পথে চলত।

7. তখন বনি-ইসরাইলদের গ্রামে কেউ বাস করত না;যতদিন না আমি দবোরা বনি-ইসরাইলদের মায়ের মত হলাম,ততদিন তাদের গ্রামগুলো জনশূন্য ছিল।

কাজীগণ 5