কাজীগণ 5:5-20 Kitabul Mukkadas (MBCL)

5. তখন মাবুদের সামনে পাহাড়-পর্বত কেঁপে উঠল,ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র সামনেতুর পাহাড় কেঁপে উঠল।

6. অনাতের ছেলে শম্‌গর আর যায়েলের সময়েসদর রাস্তা ছেড়ে পথিকেরা ঘুর পথে চলত।

7. তখন বনি-ইসরাইলদের গ্রামে কেউ বাস করত না;যতদিন না আমি দবোরা বনি-ইসরাইলদের মায়ের মত হলাম,ততদিন তাদের গ্রামগুলো জনশূন্য ছিল।

8. তারা যখন নতুন দেব-দেবীর দিকে মন দিলতখন তাদের শহর-দরজার কাছে যুদ্ধ হল।চল্লিশ হাজার ইসরাইলীয়দের হাতেএকটা ঢালও ছিল না, একটা বর্শাও ছিল না।

9. আমার মন চলে গেল ইসরাইলের সেই সব নেতাদের কাছেযারা নিজের ইচ্ছায় যুদ্ধ করতে গেল;আলহামদুলিল্লাহ্‌!

10. তোমরা যারা সাদা গাধীর উপর চড়েআর কম্বলের গদির উপর বসে রাস্তা দিয়ে যাচ্ছ,তোমরা এই সব বিষয় নিয়ে কাওয়ালী গাও।

11. শোন, পানি তুলবার জায়গায় লোকেরা বলাবলি করছে;তারা ইসরাইলের গ্রামের লোকদের জন্যমাবুদের উদ্ধার-কাজের কথা বলছে।এসব শুনে মাবুদের বান্দারাশহরের দরজাগুলোর কাছে গেল।

12. জাগো দবোরা, জাগো!জাগো, জাগো, কাওয়ালী গাও।ওহে অবীনোয়মের ছেলে বারক, ওঠো;যুদ্ধে যারা ধরা পড়েছে তাদের নিয়ে যাও।

13. তারপর বেঁচে থাকা লোকেরা গণ্যমান্য লোকদের কাছে আসল;মাবুদের বান্দারা যুদ্ধ করবার জন্য আসল আমার কাছে।

14. কিছু লোক আসল আফরাহীম থেকেযেখানে আমালেকীয়রা বাস করত;তারা আসল বিন্যামীন-গোষ্ঠীর লোকদের পিছনে।মাখীর থেকে নেতারা আসলেন,আর সবূলূন থেকে শাসনকর্তারা আসলেন দণ্ড হাতে নিয়ে।

15. ইষাখরের সেনাপতিরা দবোরার সংগে গেলেন;ইষাখরের লোকেরা দৌড়ে উপত্যকায় নেমে গেলবারকের পিছে পিছে।রূবেণের সৈন্যদল শক্তভাবে মন স্থির করল।

16. হে রূবেণের লোকেরা,কেন তোমরা ভেড়ার খোঁয়াড় দু’টার মাঝখানে বসে ছিলে?তোমরা কি রাখালদের বাঁশী শুনতে চেয়েছিলে?রূবেণের সৈন্যদলের মধ্যে ভীষণ মতের অমিল হল।

17. গিলিয়দের লোকেরা রয়ে গেল জর্ডানের ওপারে।দান-গোষ্ঠী কেন রয়ে গেল জাহাজের কাছে?আশের-গোষ্ঠীর লোকেরা সাগরের পারে রয়ে গেল;তারা বন্দরের কাছেই রয়ে গেল।

18. যুদ্ধে সবূলূনের লোকেরা জীবনের ঝুঁকি নিল;যুদ্ধের মাঠের উঁচু জায়গাগুলোতেনপ্তালির লোকেরাও জীবনের ঝুঁকি নিল।

19. বাদশাহ্‌রা, কেনানের বাদশাহ্‌রা এসে যুদ্ধ করল;মগিদ্দোর পানির কাছে তানকে তারা যুদ্ধ করল,কিন্তু কোন রূপা তারা লুটে নিতে পারল না।

20. আসমান থেকে তারাগুলোই যুদ্ধ করল,নিজের নিজের বাঁধা পথে থেকেযুদ্ধ করল সীষরার বিরুদ্ধে।

কাজীগণ 5