কাজীগণ 5:24-29 Kitabul Mukkadas (MBCL)

24. ধন্যা কেনীয় হেবরের স্ত্রী যায়েল,ধন্যা সে স্ত্রীলোকদের মধ্যে;সে তাম্বুবাসী স্ত্রীলোকদের মধ্যে ধন্যা ।

25. সীষরা পানি চাইলে সে তাকে এনে দিল দুধ;সুন্দর বাটিতে করে এনে দিল ঘন করা দুধ।

26. পরে সে হাতে নিল তাম্বু বাঁধার গোঁজ,আর ডান হাতে ধরল কামারের হাতুড়ী;সে সীষরাকে আঘাত করে তার মাথা ফাটিয়ে দিলআর কপালে বিঁধিয়ে দিল সেই গোঁজখানা।

27. তার পায়ের কাছে সীষরা পড়ে গেলআর যেখানে পড়ল সেখানেই সে পড়ে রইল;তার পায়ের কাছে যেখানে সে পড়েছিলসেখানেই সে মরে গেল।

28. সীষরার মা জানালা দিয়ে চেয়ে দেখল,জালির পিছন থেকে সে চেঁচিয়ে বলল,“তার রথ আসতে কেন এত দেরি হচ্ছে?তার রথের চাকার শব্দ কেন এখনও শোনা যাচ্ছে না?”

29. তার বুদ্ধিমতী সংগিনীরা এর জবাব দিল;সেও মনে মনে বলতে লাগল,

কাজীগণ 5