কাজীগণ 5:14-16 Kitabul Mukkadas (MBCL)

14. কিছু লোক আসল আফরাহীম থেকেযেখানে আমালেকীয়রা বাস করত;তারা আসল বিন্যামীন-গোষ্ঠীর লোকদের পিছনে।মাখীর থেকে নেতারা আসলেন,আর সবূলূন থেকে শাসনকর্তারা আসলেন দণ্ড হাতে নিয়ে।

15. ইষাখরের সেনাপতিরা দবোরার সংগে গেলেন;ইষাখরের লোকেরা দৌড়ে উপত্যকায় নেমে গেলবারকের পিছে পিছে।রূবেণের সৈন্যদল শক্তভাবে মন স্থির করল।

16. হে রূবেণের লোকেরা,কেন তোমরা ভেড়ার খোঁয়াড় দু’টার মাঝখানে বসে ছিলে?তোমরা কি রাখালদের বাঁশী শুনতে চেয়েছিলে?রূবেণের সৈন্যদলের মধ্যে ভীষণ মতের অমিল হল।

কাজীগণ 5