1. সেই দিন দবোরা আর অবীনোয়মের ছেলে বারক এই কাওয়ালী গাইলেন:
2. ইসরাইলের নেতারা যুদ্ধে লোকদের পরিচালনা করলেন,আর লোকেরাও নিজের ইচ্ছায় এগিয়ে গেল।আলহামদুলিল্লাহ্!
3. ওহে বাদশাহ্রা, আপনারা শুনুন;ওহে শাসনকর্তারা, আপনারা শুনুন;আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব,ইসরাইলের মাবুদ আল্লাহ্র উদ্দেশে প্রশংসার গজল গাইব।
4. হে মাবুদ, তুমি যখন সেয়ীর থেকে রওনা হলে,ইদোম দেশ থেকে বেরিয়ে গেলে,তখন দুনিয়া কেঁপে উঠলআর আসমান থেকে মেঘ পানিধারা ঢেলে দিল।
5. তখন মাবুদের সামনে পাহাড়-পর্বত কেঁপে উঠল,ইসরাইলের মাবুদ আল্লাহ্র সামনেতুর পাহাড় কেঁপে উঠল।