কলসীয় 3:23-25 Kitabul Mukkadas (MBCL)

23. তোমরা যা-ই কর না কেন, তা মানুষের জন্য নয় বরং প্রভুর জন্য করছ বলে মনপ্রাণ দিয়ে কোরো,

24. কারণ তোমরা তো জান, প্রভু তাঁর বান্দাদের জন্য যা রেখেছেন তা তোমরা পুরস্কার হিসাবে তাঁরই কাছ থেকে পাবে। তোমরা যাঁর সেবা করছ তিনি হযরত মসীহ্‌।

25. যে অন্যায় করে সে তার ফল পাবে। প্রভুর চোখে সবাই সমান।

কলসীয় 3