ফোরাত নদীর পশ্চিম পারের এলাকাগুলোর শাসনকর্তা তত্তনয়, শথরবোষণয় এবং সেখানকার উঁচু পদের কর্মচারীরা বাদশাহ্ দারিয়ুসের কাছে যে চিঠি পাঠিয়েছিলেন তা এই:মহারাজ দারিয়ুস, আপনার শান্তি হোক।