তখন শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল এবং যোষাদকের ছেলে ইউসা জেরুজালেমে আল্লাহ্র ঘরটি আবার তৈরী করবার কাজে হাত দিলেন। আল্লাহ্র নবীরাও তাঁদের সংগে থেকে তাঁদের সাহায্য করতে লাগলেন।