কিন্তু সরুব্বাবিল, ইউসা এবং ইসরাইলের অন্যান্য নেতারা বললেন, “আমাদের আল্লাহ্র উদ্দেশে ঘর তৈরী করবার কাজে আমাদের সংগে তোমাদের কোন সম্বন্ধ নেই। পারস্যের বাদশাহ্ কাইরাসের হুকুম অনুসারে ইসরাইলের মাবুদ আল্লাহ্র উদ্দেশে আমরা নিজেরাই তা করব।”