উযায়ের 2:2-8 Kitabul Mukkadas (MBCL)

2. এই লোকেরা সরুব্বাবিল, ইউসা, নহিমিয়া, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিল্‌শন, মিসপর, বিগ্‌বয়, রহূম ও বানার সংগে ফিরে এসেছিল।যে সমস্ত ইসরাইলীয় পুরুষ লোকেরা ফিরে এসেছিল তাদের সংখ্যা এই:

3. পরোশের বংশের লোকেরা দু’হাজার একশো বাহাত্তর জন;

4. শফটিয়ের তিনশো বাহাত্তর জন;

5. আরহের সাতশো পঁচাত্তর জন;

6. পহৎ-মোয়াবের বংশের ইউসা ও যোয়াবের বংশের লোকেরা দু’হাজার আটশো বারো জন;

7. ইলামের এক হাজার দু’শো চুয়ান্ন জন;

8. সত্তূর ন’শো পঁয়তাল্লিশ জন;

29-31. নবোর লোক বাহান্ন জন; মগ্‌বীশের লোক একশো ছাপান্ন জন; অন্য ইলামের লোক এক হাজার দু’শো চুয়ান্ন জন;

46-48. হাগব, শম্‌লয় ও হাননের বংধরেরা; গিদ্দেল, গহর ও রায়ার বংশধরেরা; রৎসীন, নকোদ ও গসমের বংশধরেরা;

61-62. ইমামদের মধ্য থেকে হবায়, হক্কোস ও বর্র্সিল্লয়ের বংশধরেরা বংশ-তালিকার মধ্যে তাদের বংশের খোঁজ করেছিল কিন্তু পায় নি বলে নাপাক হিসাবে ইমামদের মধ্য থেকে তাদের বাদ দেওয়া হয়েছিল। বর্সিল্লয়কে ঐ নামে ডাকা হত, কারণ সে গিলিয়দীয় বর্সিল্লয়ের একটি মেয়েকে বিয়ে করেছিল।

উযায়ের 2