বন্ধু বন্ধুকে ঠকায় আর কেউ সত্যি কথা বলে না। তারা তাদের জিভ্কে মিথ্যা কথা বলতে শিখিয়েছে; গুনাহ্ করে করে তারা নিজেদের ক্লান্ত করেছে।