অম্মোনীয়দের বিষয়ে মাবুদ এই কথা বলছেন, “ইসরাইলের কি কোন ছেলে নেই? তার মৃত্যুর পর তার সম্পত্তির অধিকারী কি কেউ নেই? তাহলে মিল্কম কেন গাদ-গোষ্ঠীর জায়গা অধিকার করেছে? কেন মিল্কমের পূজাকারীরা সেখানকার শহরগুলোতে বাস করছে?