তখন ব্যাবিলনের বাদশাহ্র সব রাজকর্মচারীরা, অর্থাৎ নের্গল-শরেৎসর, সমগরনবো, শর্সখীম নামে একজন প্রধান কর্মচারী, নের্গল-শরেৎসর নামে উঁচু পদের একজন রাজকর্মচারী এবং ব্যাবিলনের বাদশাহ্র অন্যান্য সব কর্মচারীরা এসে মাঝ-দরজায় বসলেন।