এছাড়া আমি যিহোয়াকীমের ছেলে এহুদার বাদশাহ্ যিহোয়াখীনকে এবং এহুদার অন্যান্য যে সব বন্দী ব্যাবিলনে গেছে তাদেরও এই জায়গায় ফিরিয়ে আনব, কারণ আমি ব্যাবিলনের বাদশাহ্র জোয়াল ভেংগে ফেলব। আমি মাবুদ এই কথা বলছি।’ ”