ইহিস্কেল 42:7-9 Kitabul Mukkadas (MBCL)

সেই দালানের পূর্ব দিকে একটা ঢুকবার পথ ছিল এবং তার সামনে উত্তর-দক্ষিণে লম্বা একটা পঞ্চাশ হাত দেয়াল ছিল। সেই দেয়ালের পূর্ব দিকে ছিল বাইরের উঠান। সেই দেয়ালটা দালানের চওড়ার সমান সমান ছিল। দালানের পূর্ব পাশটা বাইরের উঠানের দিকে চওড়ায় ছিল পঞ্চাশ হাত এবং বায়তুল-মোকাদ্দসের দিকে লম্বায় ছিল একশো হাত।

ইহিস্কেল 42

ইহিস্কেল 42:5-6-16-19