তখন আমি বললাম, “হে আল্লাহ্ মালিক, এই রকম না হোক। আমি কখনও নাপাক হই নি। ছেলেবেলা থেকে এই পর্যন্ত আমি মরা বা বুনো পশুর মেরে ফেলা কোন কিছু খাই নি। কোন নাপাক গোশ্ত আমার মুখে কখনও ঢোকে নি।”